আমাদের সম্পর্কে

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

হালালবন্ধন ডটকম একটি মুসলিম ম্যাট্রিমনি ওয়েবসাইট, যেখানে মুসলিম পাত্র ও পাত্রীর বায়োডাটা খোঁজা যায় এবং অভিভাবকের মাধ্যমে যোগাযোগের সুযোগ থাকে। আমাদের উদ্দেশ্য হলো একটি হালাল ও নিরাপদ প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে মুসলিম পাত্রপাত্রীরা সহজে উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে পেতে পারে।


হালালবন্ধন ডটকমে পাত্র-পাত্রী সরাসরি একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারেন না; বরং যোগাযোগ হয় শুধুমাত্র অভিভাবক থেকে অভিভাবকের মাধ্যমে। আমরা বিশ্বাস করি—বিবাহ একটি ইবাদত, এবং এটি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সম্পন্ন হওয়া উচিত।


আমাদের লক্ষ্য একটি ইসলামিক মূল্যবোধনির্ভর সমাজ গঠন করা, যেখানে হালাল উপায়ে বিবাহের মাধ্যমে পরিবার ও সমাজের বন্ধন আরও দৃঢ় হবে ইনশাআল্লাহ।


যোগাযোগ তথ্য


হালালবন্ধন ম্যারেজ মিডিয়া

ইমেইলঃ support@halalbondhon.com