সচরাচর জিজ্ঞাসা সমূহ

হালালবন্ধন ডটকম কী? এটি কিভাবে কাজ করে?

এটি একটি মুসলিম ম্যাটরিমনি ওয়েবসাইট। এখানে উপজেলা ভিত্তিক মুসলিম পাত্রপাত্রীর বায়োডাটা খোঁজা ও অভিভাবকের সাথে যোগাযোগ করা যায়। একই সাথে পাত্র-পাত্রী চাইলে ওয়েবসাইটে বায়োডাটা তৈরি করে জমা দিতে পারে।

বায়োডাটা জমা দিতে কত টাকা লাগে?

হালালবন্ধনে সম্পূর্ণ বিনামূল্যে বায়োডাটা জমা দেয়া যায়।

হালালবন্ধনে বায়োডাটা জমা দিলে আমার তথ্য কতটুকু গোপন থাকবে? কতটুকু প্রকাশিত হবে?

আপনার এবং আপনার পিতামাতার নাম, মোবাইল নম্বর ও ইমেইল আপনার বায়োডাটা অনুমোদনের পর গোপন রাখা হবে। অন্যান্য সব তথ্য সাইট ভিজিটররা দেখতে পারবেন। অর্থাৎ, সাইট ভিজিটররা আপনার বায়োডাটা পড়তে পারবেন, কিন্তু আপনার প্রকৃত পরিচয় জানতে পারবেন না।

যদি কেউ বিয়ের উদ্দেশ্যে আপনার সঙ্গে যোগাযোগ করতে আগ্রহী হন, তবে “Connection” ব্যবহার করে তিনি বর বা কনের নাম, শুধুমাত্র বরের ছবি, এবং অভিভাবকের মোবাইল নম্বর ও ইমেইল দেখতে পারবেন এবং এরপর বিয়ের প্রস্তাব দিতে যোগাযোগ করতে পারবেন। বিস্তারিত জানতে Privacy Policy পড়ুন।

আমার একটি বায়োডাটা পছন্দ হয়েছে, আমি কি সরাসরি সেই পাত্র/পাত্রীর সাথে যোগাযোগ করতে পারবো?

হালালবন্ধন সরাসরি পাত্র/পাত্রীর মাঝে যোগাযোগ করাকে সমর্থন করে না। শুধুমাত্র পাত্র/পাত্রীর অভিভাবকের সাথেই যোগাযোগ করতে পারবেন।

আমার অভিভাবক আমার বিয়েতে রাজি নয়, আমি কি বায়োডাটা জমা দিতে পারবো?

আমাদের ওয়েবসাইটে বায়োডাটা তৈরি করতে হলে অবশ্যই পাত্র/পাত্রীর অভিভাবকের অনুমতি নিয়ে জমা দিতে হবে। অন্যথায় বায়োডাটা এপ্রুভ করা হয় না।

আমি একজন ছাত্র, আমার এখনো কোনো আয় নেই, আমি কি বায়োডাটা আপলোড করতে পারবো?

হ্যাঁ, পারবেন। তবে অবশ্যই আপনার অভিভাবকের অনুমতি নিয়ে বায়োডাটা তৈরি করতে হবে।

বায়োডাটা জমা দেয়ার পর বিয়ে হয়ে গেলে বা অন্য কারণে বায়োডাটা ডিলিট করতে পারবো?

হ্যাঁ, আপনার যখন ইচ্ছা তখন মেনু বার থেকে বায়োডাটা ডিলিট করতে পারবেন।

একজনের বায়োডাটা আরেকজন তৈরি করতে পারবে?

আমাদের বায়োডাটা ফর্মে অনেক ব্যক্তিগত প্রশ্ন রয়েছে, যেগুলোর উত্তর একমাত্র পাত্র/পাত্রী নিজেই ভাল জানেন। অন্য কেউ যদি বায়োডাটা তৈরি করে দেয়, তাহলে সেই প্রশ্নগুলোর উত্তর বাহ্যিকভাবে সত্য হলেও কিছু ত্রুটি থেকে যেতে পারে। এজন্য যিনি পাত্র/পাত্রী তাকেই লিখতে হবে, এমন শর্ত আবশ্যক করা হয়েছে।

আমি ইন্টারনেট ব্যবহারে দক্ষ নই। আমি কিভাবে বায়োডাটা তৈরি করবো?

এক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারে দক্ষ ব্যক্তিকে পাশে বসিয়ে আপনি বায়োডাটায় উল্লেখিত প্রশ্নগুলোর উত্তর বলে দিবেন। ঐ ব্যক্তি আপনার বায়োডাটার তথ্যগুলো টাইপ করে আপনার বায়োডাটা তৈরিতে সাহায্য করবে।

হালালবন্ধনের মাধ্যমে বিয়ে করলে বিবাহ পরবর্তী কোনো সার্ভিস চার্জ পরিশোধ করতে হয়?

না। হালালবন্ধনের মাধ্যমে বিয়ে করলে কোনো প্রকার বিবাহ পরবর্তী চার্জ পরিশোধ করতে হয় না।